হাহ ! পটেমেকাস নদী
দাও তো তোমার ডান হাতটা
খাই বেদনার জল
ফল মূল কাঁচা লঙ্কার ঝাল
মাতাল মাতাল লাগলে
বেরিয়ে যাবো বন থেকে
হয়তো কোনো দূরস্থানে
নিশিযাপনের দিশা জানা নাই
মনে নেই আর কারো কথা
শুধু পটেমেকাস নদী আমার
একলা চলার ব্যথা।
১২ ডিসেম্বর ২০০৬
তারি সঙ্গে কী মৃদঙ্গে সদা বাজে
vor 9 Jahren
1 Kommentar:
এইটা ফাটাফাটি
Kommentar veröffentlichen