দীর্ঘ লম্ফে অনেক দূর যাওয়া যায় হয়তো
বহুদূর অসম্ভব। লাফ ঝাপ ধাপ কিংবা ট্রিপল জাম্পেরও কাম বাজে নাই। কাম বাজে নাই উড়ুপেলেন কিংবা ঘুড়ার আগে গাড়ি জুড়ে
তাই ফালতু সময় নষ্টেরই বা কি দরকার?
বরং আসো, ঝাল দিয়্যা জামাই বউ চানাচুর খাই
তাতেও যুদি না বোঝো পিথিবীর কত ঝাল
তাইলে আসো, সংসদ ভবনের স্যামকের দিকে
নাইট এন্ড ফাইট উরাধুরা চটপটি হাউসে যাই
10 ট্যাকা দিয়্যা হাফ পেলেট চটপটি নিজেকে খিলাই
তারপর ঝালে ঝোলে পাগল হয়ে বিস্তর লালা ফেলে
শুশিয়ে শাসিয়ে ফের বাটি ফিরে যাই
পিথিবীর নম্র ভুদাই ।
৯ ডিসেম্বর ২০০৬
তারি সঙ্গে কী মৃদঙ্গে সদা বাজে
vor 9 Jahren

Keine Kommentare:
Kommentar veröffentlichen