কয়েকজন নিস্তরঙ্গ ভুদাই লালরেঙর বালগাছের নীচে দাঁড়িয়ে গল্প মারার চিষ্টা করছিল, কিন্তু হচ্ছিল না।
উহাদের একজন বলল, পিথিবিতে বেঁচে থাকার হেতু কি?
অন্যজন উত্তর করল, প্রতিদিন ভাত খাউয়া,
আরেকজন উত্তর করল, প্রতিদিন সিকারেট খাউয়া
আরেকজন উত্তর করল, প্রতিদিন প্রেম খাউয়া।
আরেকজন হাসতে হাসতে উত্তর করিল, প্রতিদিন ভাত, সিকারেট, প্রেম আর গেম খাউয়া
উহাদের উত্তরদান শেষ হইলে প্রশ্ন উত্থাপনকারী বলল,
কিন্তু আমার তা মুনে হয় না।
উত্তরদাতারা পুনরায় ভুদাই হইল এবং উহাদের মধ্যে অধিক ভুদাইটাই প্রতিক্রিয়া জানাইল, কেন, কেন কেন? কেন তুমার তাহা মুনে হয় না?
এইবার প্রশ্ন উত্থাপনকারী উত্তর করিল, প্রতিদিন এইসব খাউয়ার পরো খারাপ লাগে ক্যা?
তারি সঙ্গে কী মৃদঙ্গে সদা বাজে
vor 9 Jahren

Keine Kommentare:
Kommentar veröffentlichen