Mittwoch, 3. September 2008

ঘাস ফড়িংয়ের ছেলে

হায়, মরা বাঘ
ঘাস ফড়িংয়ের ছেলে,
পিথুহটার্ড রাত্রির কাছে কী চাওয়ার আছে
বেনামি সর্বনাশ আর ঘৃতাহুতি ছাড়া?
তাই সেইসব নিরীহ বাচ্চার দলে
আচ্ছা করে দৌড়ঝাপ সেরে
একা একা ঘরে ফেরার যাতনা
নিয়েই ঘরে ফিরি। বৈচিত্রবিহীন প্রতিদিন।
ডাইনোশুয়োর কিংবা কিংকংয়ের হাতে পাতে ধরে
মূল্যবান যুযুৎসুগুলো শিখে নিলে পরে
তবু ভাস্কো দা গামামার্কা ঘুষি ফাটাতে পারতাম
নোনাধরা দেয়ালে। যেহেতু সেসব শেখা হয়নি
তাই আঙুলের ডগা দিয়ে দেয়াল ঘষাই সার।
হে মরা বাঘ ঘাস ফড়িংয়ের ছেলে,
বলো, পিথুহুটার্ড রাত্রির কাছে কী চাইবার আছে
এছাড়া?

৬ মার্চ ২০০৭

Keine Kommentare: