Mittwoch, 3. September 2008

পাখিদের ডাকনাম

পাখিদের ডাক নাম আছে কিনা জানি না
জানি না সর্বনাশ কাহাকে বলে
তবে জানি বেশবাশ সাফ সুতরো রেখেও
আটকানো যায় না পাপ।
কাপ কাপ চা গিলেও তৃষ্ণা মিটে না হয়তো
কাপকাপ করলেই কি পয়দা হয় সমাধান ?
তাই পাখিদের ডাক নাম আমি জানি না,
মানি না ডাইনোশুয়োর কিংবা বিড়ালের বৃথা ফিশফাশ
সর্বনাশের ফলে বারোটা বাজলে বাজুক তেরোটা
শুধু পরোটাতে ঘি জমলেই হলো....

৫ জানুয়ারী ২০০৭

Keine Kommentare: