নিকেলের ঘুড়া বিকেল মাড়িয়ে গেল।
সকালের ঘুম ভেঙ্গে যাওয়ার পর কে যেন
হাতে বাজারের ব্যাগ ধরিয়ে দিল,
গুঁজে দিল ট্যাকে কিছু ট্যাকা।
ফালতু লাগলেও ডাল তরকারি গেলার আশায় বাজারে যেতেই হয়, তাই যাই।
নইলে কোন পৌষে বাজার নিজের ঘরে বসিয়ে নিতাম!
চাঁদ তারা আর সূর্যের গলফো ফেদে ভুদাই লোকদিগকে হাসাতাম আর হাসতাম।
হাসাতাম আর হাসতাম, বন্ধু সুমনের মতো টকেটিব লুককে কাছে পেয়ে।
তাই নিকেলের ঘুড়া বিকেল পেরিয়ে গেলে
ট্যাকে কুনো ট্যাকা নাই বলে বাসায় বাজার বসাই না কুনো কালেই।
অথচ রাজা হওয়ার সকল বৈশিষ্ট্যই ছিল আমার আর বন্ধুর সুমনের মাঝে।
২৩ মার্চ ২০০৭
তারি সঙ্গে কী মৃদঙ্গে সদা বাজে
vor 8 Jahren
Keine Kommentare:
Kommentar veröffentlichen