Mittwoch, 3. September 2008

আমি তুমার আমু দরিয়া খেয়ে নবো

আমি তুমার আমুদরিয়া খেয়ে নবো
সাংহাই টাইপের চুমু হয়তো এঁকে দবো শিরদরিয়ায়
তবু ডানকি ডগ কিংবা বিংবল পাথরে যৌবন ফুটাবার ধান্দা করবো না, আনবো না জাঞ্জিবার থেকে উড়িয়ে কোনো বিকলাঙ্গ কোনো ঘুড়া
জানি পিথিবীর সকল পিযুশ নন্দীই ফুটবল খেলে
গর্ত করে খেলে বেলে দোয়াষের মাটিতে
খাটিতে খাটিতে যখন হয়রান হয়ে যায় তখনো রাইরম বাইরায় না হয়তো কোনো আধা চ্যাকলা ভুতুমের।
তবু হুতুম পেঁচা গুতুম গুতুম চালিয়ে যায় বিকলাঙ্গ ঘুড়া।
জানি, পিথিবীর সকল পিযুশ নন্দী ফুটবল হয়তো খেলে না, চলে না পাখি কিংবা ময়ুরের পালক পরে
তবু কেন জানি মুনে হয় পিতিবীর সকল পিযুশ নন্দী বিংবল পাতরের মূর্তি চোদে না, খেলে না কুনো ফুটবল খেলা বেলে দোয়াষের মাটিতে।

৯ নভেম্বর ২০০৬

Keine Kommentare: