একটা শান্তিপূর্ণ বিকালে অধিক আনন্দ লভিবার লাগি বাটি হইতে বাহির হইয়া হাঁটিতে লাগিলাম। দেখিলাম দূরে একখানা বন খাঁড়াইয়া আছে ঝিপঝাপ। তাহার পাশে একটা নীলরঙের নদী। নদীতে একখানা বালক নাহাইবার নুইছে। আরেকখানা বালিকা পাড়ে খাঁড়াইয়া নাহাইবার প্রস্তুতি নিতাছে। তাহার পিছনেই একটা গৃহপালিত কুকুর অযথা ভুকভুক করিতেছে।
এই শান্তিপূর্ণ দৃশ্য দেখিয়া আমার খুউব আমোদ হইল। ফলে আরো আমোদ লভিভার লোভে আমি তাহাদের সন্নিকটে উপস্থিত হইলাম। কিন্তু আমার উপস্থিতি দেখিবা মাত্র বালক নাহান বাদ দিয়া উরে পিতারে বলিয়া ঝাড়িয়া দৌড় কষাইল বন বাঁদাড় ভেদ করিয়া। বশংবদ কুকুরটিও তাহাকে অনুসরণ করিল আরো জোরেশোরে ভুক ভুক করিয়া।
কিঞ্চিত অবাক খাইলাম। বুঝিতে নাড়িলাম না উহা কী হেতু ওইভাবে দাবাড় কষাইলো। ফলে বুঝিবার তরে বালিকার আরো নিকটবর্তী হইলাম। কিছু জিজ্ঞাসিবার আগেই উহা কাঁদো কাঁদো গলায় কহিয়া উঠিল, আমি কিছু করি নাই। হেইতিই আমারে ডাইক্যা নিয়া আইছে।
বুঝিলাম পিথিবী মোটেও আমোদময় নয়।
তারি সঙ্গে কী মৃদঙ্গে সদা বাজে
vor 9 Jahren